|
|
(GMT+08:00)
2005-11-12 19:24:57
|
চীন পাঠানো জর্দান বিস্ফোরণ উত্তরকালিন কর্মগ্রুপ পেইচিংয়ে ফিরে এসেছে
cri
চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জাও কাংয়ের নেতৃত্বাধিন জর্দান বিস্ফোরণে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি দল হত্যাহত ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার কর্মগ্রুপ ১২ নভেম্বর সকালে পেইচিংয়ে ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে তারা নিহত ছাত্রদের মৃতদেহ ও জর্দানে সফরকারী অন্যান্য ছাত্র চীনে নিয়ে এসেছেন। জর্দানে সফরকালে জর্দান রাজা দ্বিতীয় আবদুল্লা কর্মগ্রুপের সদস্য ও ছাত্র দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি নিহত ছাত্রদের জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের আত্মীয়স্বজনের কাছে সমবেদনা জানিয়েছেন। জর্দান চীনের কর্মগ্রুপের কাছে যথাসাধ্য সাহায্য করেছে।
বর্তমান নিহতদের মৃতদেহ অন্ত্যোষ্টিক্রিয়া কক্ষে পাঠিয়েছে এবং আহত ছাত্ররা এখন হাসপাতালে চিকিত্সা নিচ্ছে।
|
|
|