দু'দিনব্যাপী এপেকের উচ্চ পদস্থ কমর্কতা সম্মেলন ১২ নভেম্বর দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে উদ্বোধন হয়েছে ।
এবারকার সম্মেলন আয়োজনের উদ্দেশ্য হল আগামী ১৫ ও ১৮ তারিখে বুসানে অনুষ্ঠিতব্য এপেকের ১৭তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও এপেকের ১৩বার অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়া ।
২১টি সদস্য দেশের ২ শোরও বেশী উচ্চ পদস্থ কর্মকর্তা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের অবাধায়ন ও অর্থনৈতিক প্রযুক্তির সহযোগিতার উন্নয়ন , মানব জাতির নিরাপত্তা এবং দুর্নীতির বিরোধীতা ইত্যাদি সমস্যা নিয়ে পরামর্শ করবেন , এবং এবারকার অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংস্থার তোহা আলোচনা ত্বরান্বিত করার জন্য বিশেষ বিবৃতি গৃহীত হবে বিষয়বস্তু নিয়ে মত বিনিময় করবেন ।
সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বোগর লক্ষ্যগুলো বাস্তবায়নের অবস্থার মধ্যমেয়াদী যাচাই করবেন এবং এই লক্ষ্যের বাস্তবায়ন ত্বরান্বিতের "বুসান রোড ম্যাপ" পরিকল্পনা নিয়ে পরামর্শ করবেন । এসব বিষয়বস্তু দলিল হিসেবে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দাখিল করা হবে , অবশেষে তা "বুসান ঘোষণা" হবে ।
|