চীনের হংকংয়ের বিজ্ঞানীরা মারাত্মক ধরনের বার্ড ফ্লু অর্থাত্ এইচ ৫ এন ১ ধরনের বার্ড ফ্লুর ভাইরাসের রহস্য নিয়ে গবেষণা চালিয়ে মন্তব্য করেছেন যে, এই ভাইরাস যেন স্বাস্থ্যবান তরুণতরুণীদের জন্য আরও বেশী মারাত্মক। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণায় লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছেন।
তাঁদের গবেষণার ফলাফল থেকে জানা গেছে, এমন সম্ভাবনা আছে যে, এই মারাত্মক ধরনের বার্ড ফ্লু যদি মানুষদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করে বা প্রকোপ দেখা দেয় , তাহলে এই মারাত্মক ভাইরাস হয়ত প্রধানত স্বাস্থ্যবান তরুণতরুণীদের ওপরই বেশী আঘাত হানবে।
|