জার্মানী সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১০ নভেম্বর বিকালে বার্লিনে জার্মানীর প্রেসিডেন্ট হোস্ট কোহলারের সঙ্গে বৈঠক করেছেন। দুই প্রেসিডেন্ট বলেছেন, দু'দেশের বিশ্বব্যাপী দায়িত্বসম্পন্ন অংশীদার সম্পর্কে যাতে অবিরাম নতুন সাফল্য অর্জিত হয় সেই জন্যে দু'পক্ষ মিলিতভাবে প্রচেষ্টা চালাবে।
বৈঠকে হু চিন থাও বলেছেন, চীন পক্ষ দু'দেশের উচ্চ পযার্য়ের আদান-প্রদান বজায় রাখতে চায় , দু'পক্ষের রাজনৈতিক সংলাপ আর পরামর্শ জোরদার করতে চায় , দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা প্রসারিত করতে চায়, বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের আদান-প্রদানের সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিতে চায়। প্রেসিডেন্ট হোস্ট কোহলর জোর দিয়ে বলেছেন, জার্মানী চীনের প্রতি তাঁর নীতির ধারাবাহিকতা বজায় রাখতে চায় । জার্মানী পক্ষ অব্যবহতভাবে দু' দেশের সরকারের যুক্ত বিবৃতিতে নিধার্রিত বিভিন্ন দফা সহযোগিতা কার্যকর করবে।
১০ নভেম্বর সন্ধ্যায় হু চিন থাও তাঁর সম্মানেজার্মানীর অর্থনীতি বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় কমিশনের আয়োজিত ভোজসভায় উপস্থিত ছিলেন। ভোজসভায় তিনি বলেছেন, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা যেমন দু'দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ তেমনি দ্বিপাক্ষিকসম্পর্কের উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তিও বটে।
|