চীনের কৃষি উপ মন্ত্রী ইন ছেন চি ১১ নভেম্বর পেইচিংএ বলেছেন, বর্তমান বার্ড ফ্লু চীনের কৃষির উপর কম বেশী প্রভাব ফেলেছে বটে, তবে তা সত্বেও চলতি বছর চীনের কৃষকদের মাথাপিছু আয় ৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য বাস্তবায়িত হতে পারে।
পেইচিংএ আয়োজিত চীনের কৃষি আর গ্রামাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় কৃষি উপ মন্ত্রী এ কথা বলেছেন। তিনি বলেছেন, এ বছরে চীনের কৃষকদের আয়ের কাঠামো সম্পূর্ণ করা হয়েছে। তা ছাড়া, কর কমানো কৃষকদের আয় বৃদ্ধি পাওয়ার একটি প্রধান কারণ।
|