বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান প্রধানসদস্য রাষ্ট্রের মন্ত্রীরা ৯ নভেম্বর জেনিভায় স্বীকার করেছেন, এ সপ্তাহের তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশ্ব বাণিজ্য বিষয়ক ডোহা রাউন্ডআলোচনায় বিভিন্ন পক্ষের মতভেদ দূর হয়নি। তাই আগামী ডিসেম্বর হংকংএ অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পযার্য়ের বৈঠকে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিতহওয়া সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রব পোটম্যান বলেছেন, গত কিছু দিন আগের মন্ত্রী পর্যায়ের বৈঠকে কিছুটা অগ্রগতি অর্জিত হয়েছে, কিন্তু বিভিন্ন পক্ষের কাংক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। ভারতের বাণিজ্য আর শিল্প মন্ত্রী কমল নাথও বলেছেন, অনুষ্ঠেয় হংকং বৈঠকের উপর বেশী আশা রাখা যায় না।বেশির ভাগ কাজ আগামী বছরে সম্পন্ন করা হবে। কিন্তু হংকং বৈঠকে সাফল্য অর্জিত হোক না হোক আগামী বছরের শেষ নাগাদ গোটা রাউন্ড আলোচনা সম্পাদিত হতেই হবে।
|