চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ১০ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন আশা করে, ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারীরা যৌথ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সুষম কল্যান এবং সর্বজনগ্রাহ্য পরিকল্পনা প্রণয়ন করবেন।
তিনি বলেছেন, পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠক একইদিন দুবার অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে যৌথ ঘোষনা বাস্তবায়ন নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। আলোচনার পরিবেশ বাস্তব মুখী এবং সক্রিয়, বিভিন্ন পক্ষের যে আর একটু গঠনমূলক প্রস্তাব দেয়া এবং গভীরভাবে আলোচনা করা উচিত সে বিষয়টি উপস্থাপিত করেছে। সেদিন সকালে, বিভিন্ন পক্ষও পর পর দ্বিপাক্ষিক যোগাযোগ করেছে, বৈঠক পরের দিনও অব্যাহত থাকবে। চীন আশা করে, বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে পারষ্পরিক আস্থা উন্নত করবে, মতভেদ নিরসন করবে, ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতি তরান্বিত করবে।
তিনি জোর দিয়ে বলেছেন, বৈঠকের আয়োজন হিসেবে, চীনের নিজের যৌথ ঘোষণা বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রস্তাব আছে, তবে চীন পুরোপুরি অন্য পক্ষের প্রস্তাবের সার সংকলন করবে, এই দফা বৈঠকে নতুন মাত্রার মতৈক্য অর্জনের জন্যে প্রয়াস চালাবে।
|