চীনের বাণিজ্য উপ- মন্ত্রী ওয়ে চিয়েন কুও ১০ নভেম্বর পেইচিংয়ে এই মত প্রকাশ করেছেন যে , চীনের উপযুক্ত তেল আমদানির কারণে বিশ্ব তেল বাজার ক্ষতিগ্রস্ত হবে না ।
একই দিন অনুষ্ঠিত ২০০৫ সালে চীনের তেল ফোরামে ভাষণ দেয়ার সময় তিনি বলেছেন , চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের প্রভাবে তেলের চাহিদা বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে । চীন দেশের অভ্যন্তরে তেল অনুসন্ধান ও উন্নয়নের কাজ জোরদার করবে , যাতে বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করা যায় । সুতরাং চীনের উপযুক্ত তেল আমদানিতে বিশ্ব তেল বাজার ক্ষতিগ্রস্ত হবে না ।
জানা গেছে , চলতি বছরের প্রথম তিন কোয়ার্টারে চীনে অশোধিত তেলের উত্পাদন পরিমাণ গত বছরের অনুরুপ সময়ের তুলনায় শতকরা ৪.২ ভাগ বেড়ে ১৩ কোটি ৬০ লক্ষ টনে দাঁড়িয়েছে ।
|