CRI মানে ফুলের সমাহার
শিউলি কদম কেয়া
CRI মানে মিষ্টি রোদে
কাশ ফুলেরি ছোঁয়া
CRI মানে আকাশের বুকে
জোছনা ভরা নীল
কিচির মিচির পাখি ডাকা
শাপলা ভাসা বিল
CRI মানে গন্ধ ঢালা
মন মাতানো হাওয়া
CRI মানে আকাশ জুড়ে
নীল পরিদের খেলা
CRI মানে শ্রোতাদের চাওয়া-পাওয়ার আসর
যেখানে থাকে একে অন্যের পত্রের আলাপন
CRI কে নিয়ে সুখে দুখে এক প্রকার আছি।
--- এস এম আব্দুর রহিম
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সপন্দন রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি
|