চীনের বাণিজ্য মন্ত্রণালয় ৯ নভেম্বর ঘোষণা করেছে, চীন সরকারের পাকিস্তানকে দেয়া দশম দফা বিপুল জরুরী ত্রাণ-সামগ্রী ৯ নভেম্বর সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছেছে। এ পর্যন্ত চীন সরকার পাকিস্তানের ভূমিকম্প দুর্গত অঞ্চলে বিপুল জরুরী ত্রাণ-সামগ্রী সরবরাহ ও বিতরণের দায়িত্ব সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এবারকার বিপুল জরুরী ত্রাণ-সামগ্রীর মধ্যে তাবু, গরম কাপড়, জেনারেটর ইত্যাদি আছে মোট ওজন আট শো টন।
ভূমিকম্প হবার পর চীন সরকার তিন বার পাকিস্তানে ২৬৭.৩ লক্ষ মার্কিন ডলার সাহায্য দিয়েছে।
|