v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-10 16:22:37    
লন্ডণ সিটি হলে হু চিন থাওয়ের গুরুত্বপূর্ণ ভাষণ

cri
 যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৯ নভেমন্বর লন্ডণ সিটি হলে চীনের বিকাশের দিকস্থিতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা দিয়েছেন, স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, চীন শান্তিপূর্ণ বিকাশের পথ বেছে নিয়েছে এবং এর ওপর অবিচল থাকবে। চীনের বিকাশ হচ্ছে শান্তিপূর্ণ, উন্মুক্ত আর সহযোগিতামূলক বিকাশ।

 লন্ডণ সিটি হচ্ছে লন্ডণের অধীনে একটি বিশেষ অঞ্চল, আয়তন মাত্র এক বর্গমাইল। তা নিউইয়ক, টোকিওর সঙ্গে বিশ্বের তিনটি বৃহত্তম আর্থিক কেন্দ্র বলে পরিচিত। লন্ডণ সিটির নিজস্ব পৌর সরকার , পুলিশ এবং আইন সংস্থা আছে। লন্ডণ সিটি হলের ঐতিহ্যিক প্রথা অনুযায়ী , লন্ডণ সিটি হলের মেয়র আলদের্মান মাইকেল সেভোরি প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সম্মানে ১৭তম শতাব্দীতে নির্মিত সিটি হলে মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠান এবং ভোজসভার আয়োজন করেছেন।

 হু চিন থাও লন্ডণ সিটি হলে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, বিশ্বে চমক-লাগানো চীনের বিকাশের সাফল্য এবং ভবিষ্যতের উন্নয়নের দিকস্থিতি প্রভৃতি বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। হু চিন থাও বলেছেন, আমি স্পষ্টভাবে আপনাদের জানাতে পারি যে, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ বেছে নিয়েছে এবং অবিচল থাকবে। চীনের উন্নয়ন হচ্ছে শান্তিপূর্ণ, উন্মুক্ত এবং সহযোগিতামূলক উন্নয়ন। শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকার অর্থ হচ্ছে শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে নিজের উন্নয়ন করা এবং নিজের উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি ত্বরান্বিত করা, চিরকাল বিশ্ব শান্তি রক্ষা করা, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার দৃঢ় শক্তি হওয়া। চীন নিজের শক্তি এবং সংস্কার ও নবায়নের উপর নির্ভর করে বিকাশ বাস্তবায়ন করবে, এর সঙ্গে সঙ্গে বিশ্বমুখী উন্মুক্ততার মৌলিক নীতিতে অবিচল থাকবে, পারস্পরিক সমতা ও উপকারিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করবে, উভয় বিজয় বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে।

 হু চিন থাও মনে করেন, চীনের উন্নয়ন বিভিন্ন দেশের জন্য আরো বেশি সুযোগ এবং আরো বিরাট বাজার নিয়ে আসবে। তিনি বিশেষ করে চীনের মতাধিষ্ঠান এবং ব্যবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, চীন সক্রিয় আন্তর্জাতিক সহযোগিতা, মুক্ত বাণিজ্য ও পুঁজিবিনিয়োগ, সুবিধা ত্বরান্বিত করা, বিভিন্ন ধরনের বাণিজ্যের বাধাবিঘ্ন নির্মূল করা, বাজার আরো উন্মুক্ত করা, প্রযুক্তি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং এক ন্যায়পরায়ন, প্রকাশ্য, যুক্তিযুক্ত, স্বচ্ছ, উন্মুক্তও বৈষম্যবিহীণ আন্তর্জাতিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থারপ্রতিষ্ঠা সমর্থন করে। চীন নিজের সংস্কারের প্রয়োজন অনুযায়ী, যত্নের সঙ্গে নিকটবর্তী দেশ, অঞ্চল এবং বিশ্বের অর্থনীতির ওপর চীনের মুদ্রার বিনিময় হারের সম্ভাব্য প্রভাব বিবেচনা করবে, অব্যাহতভাবে মুদ্রার বিনিময় হার ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করবে, বাজারের চাহিদা এবং সরবরাহের ভিত্তিতে ভাসমান বিনিময় হারের প্রশাসনিক ব্যবস্থা চালু করবে, যাতে রেনমিনপির বিনিময় হারের যুক্তিযুক্ত , ভারসাম্যমূলক মাত্রায় মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকে। চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষা জোরদার করবে, মেধাস্বত্ব সুরক্ষা সংক্রান্ত আইন সুসম্পন্ন করবে, আইন কার্যকরী করার মাত্রা জোরদার করবে, কঠোরভাবে বিভিন্ন বেআইনী তত্পরতা দমন করবে, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য আরো সুষ্ঠু শর্ত সৃষ্টি করবে।

 চীন ও ইউরোপের সম্পর্ক প্রসঙ্গে হু চিন থাও বলেছেন, চীন আর ইউরোপীয় ইউনিয়ন উভয়েই বিশ্বের শান্তি রক্ষা করা, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার ভারি দায়িত্ব বহন করছে, আমাদের উচিত আরো ঘনিষ্ঠ সহযোগিতামূলক অংশীদার হওয়া। চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক প্রসঙ্গে হু চিন থাও বলেছেন, বর্তমানে চীন ও বৃটেনের সম্পর্ক টেকসই উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে। দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সাফল্য আনন্দদায়ক। বাস্তব সত্য প্রমাণ করেছে যে, দু'দেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দু'দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

 লন্ডন সিটির মেয়র সেভোরি তাঁর ভাষণে চীনের বিশাধিক বছরের সংস্কার ও উন্মুক্ততায় অর্জিত সাফল্য এবং চীনের কমিউনিস্ট পার্টির ১১তম পাঁচশালা পরিকল্পনায় উত্থাপিত লক্ষ্যের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্য আর চীন অর্থনীতিতে পরস্পর নির্ভরশীল। লন্ডন সিটি চীনের সঙ্গে সম্পর্কের উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সক্রিয়ভাবে চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করছে।