জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে ৯ নভেম্বর তথ্য মাধ্যমকে বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চারটি পক্ষ অর্থাত্ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র,ই ইউ এবং রাশিয়া আলোচনার পর এক মত হয়েছে যে, বর্তমান চার পক্ষীয় বৈঠকের 'গাজা প্রত্যাহার সমস্যার বিশেষদূত' জেমস উলফেনসনের কার্যমেয়াদ চলতি বছরের শেষ দিক থেকে ২০০৬ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হবে।
তিনি বলেছেন, মধ্য-প্রাচ্য সমস্যা সংশ্লিষ্ট চারটি পক্ষ মনে করে, ফিলিস্তিনের অর্থনীতির পুনরুদ্ধারে সাহায্য দেয়া এবং ইস্রাইলের গাজা ও জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু এলাকা থেকে প্রত্যাহার ইত্যাদি বিষয়ে উলফেনসন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
বিশ্ব ব্যাংকের সাবেক গভর্ণর উলফেনসন গত এপ্রিল মাসে মধ্য-প্রাচ্য সমস্যার চার'পক্ষীয় বৈঠকের বিশেষদূত নিযুক্ত হন।
|