৬ নভেম্বর সন্ধ্যায় চতুর্থ পূর্ব এশীয় গেমসের পুরুষ ফুটবলের ফাইনাল খেলায় চীনের জাতীয় ফুটবল দল ১:০ গোলে উত্তর কোরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছে। এর আগে সেমি ফাইনালে চীন দল ২:১ গোলে জাপান দলকে পরাজিত করেছে। এর আগের গ্রুপ প্রতিযোগিতায় চীন দল উত্তর কোরিয়ার কাছে ১:৩ গোলে হেরেছে। কিন্তু ফাইনাল খেলায় চীনের খেলোয়াড়রা খুব ভাল নৈপুণ্য দেখিয়েছেন।