|
|
(GMT+08:00)
2005-11-09 21:49:28
|
চতুর্থ পূর্ব-এশিয় গেমস সমাপ্ত হয়েছে
cri
চতুর্থ পূর্ব-এশিয় গেমস ৬ নভেম্বর সন্ধ্যায় চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীনের প্রতিনিধি দল মোট ১২৭টি স্বর্ণপদক অর্জন করে স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে প্রথম স্থান পেয়েছে।জাপান আর দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় হয়েছে। ম্যাকাও ১১টি স্বর্ণপদক অর্জন করে চতুর্থ হয়েছে। চার বছরে একবার অনুষ্ঠিতপূর্ব এশীয় গেমস হচ্ছে পূর্ব এশিয়া অঞ্চলর সবচেয়ে বড় আকারের বহুমুখী ক্রীড়া সমাবেশ। ৯টি দেশ আর অঞ্চলের তিন হাজারাধিক ক্রীড়াবিদ এবারকার গেমসে যোগ দিয়েছেন। পরর্বতী দফা পূর্ব-এশীয় গেমস ২০০৯ সালে চীনের হংকং বিশেষ প্রশাসন অঞ্চলে আয়োজন করা হবে।
|
|
|