v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-09 21:44:43    
৮ নভেম্বর ক্রীড়া খবর

cri

চতুর্থ পূর্ব-এশিয় গেমস ৬ নভেম্বর সন্ধ্যায় চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে সমাপ্ত হয়েছে। এবারকার প্রতিযোগিতায় চীনের প্রতিনিধি দল মোট ১২৭টি স্বর্ণপদক অর্জন করে স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে প্রথম স্থান পেয়েছে।জাপান আর দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় হয়েছে। ম্যাকাও ১১টি স্বর্ণপদক অর্জন করে চতুর্থ হয়েছে। চার বছরে একবার অনুষ্ঠিতপূর্ব এশীয় গেমস হচ্ছে পূর্ব এশিয়া অঞ্চলর সবচেয়ে বড় আকারের বহুমুখী ক্রীড়া সমাবেশ। ৯টি দেশ আর অঞ্চলের তিন হাজারাধিক ক্রীড়াবিদ এবারকার গেমসে যোগ দিয়েছেন। পরর্বতী দফা পূর্ব-এশীয় গেমস ২০০৯ সালে চীনের হংকং বিশেষ প্রশাসন অঞ্চলে আয়োজন করা হবে।

৬ নভেম্বর সন্ধ্যায় চতুর্থ পূর্ব এশীয় গেমসের পুরুষ ফুটবলের ফাইনাল খেলায় চীনের জাতীয় ফুটবল দল ১:০ গোলে উত্তর কোরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছে। এর আগে সেমি ফাইনালে চীন দল ২:১ গোলে জাপান দলকে পরাজিত করেছে। এর আগের গ্রুপ প্রতিযোগিতায় চীন দল উত্তর কোরিয়ার কাছে ১:৩ গোলে হেরেছে। কিন্তু ফাইনাল খেলায় চীনের খেলোয়াড়রা খুব ভাল নৈপুণ্য দেখিয়েছেন।

পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর মঙ্গল প্রাণী আগামী ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নিধার্রিত হবে। সে দিন সন্ধ্যাসাতটা ৩০ মিনিটে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি পেইচিং শ্রমিক স্ট্যাডিয়ামে মঙ্গল প্রাণী প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করবে। জানা গেছে, গত বছরের শেষ দিকে অলিম্পিক গেমসের মঙ্গল প্রাণীর সংগ্রহ কাজ শেষ হল।

২০০৫ সালের বিশ্ব ফিগার স্কেটিং গ্রাঁপ্রী 'চায়না কার্পের' যাবতীয় প্রতিযোগিতা গত ৫ নভেম্বর সমাপ্ত হয়েছে।

২০০৫ সালের হংকং ব্যাডমিন্টন উন্মুক্ত প্রতিযোগিতা ৬ নভেম্বর সমাপ্ত হয়েছে। চীনের খেলোয়াড়রা এবারকার উন্মুক্ত প্রতিযোগিতার পাঁচটি একক দফার শীরোপা অজর্ন করেছেন। ১৯৮২ সালে হংকং ব্যাডমিন্টন উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে এবার চীনের ব্যাডমিন্টন দলের সাফল্য সবচেয়ে ভাল।

২০০৫ সালের ফিনল্যান্ড জুডো উন্মুক্ত প্রতিযোগিতা দু'দিন চলার পর গত ৬ নভেম্বর সমাপ্ত হয়েছে। চীন দল মোট তিনটি স্বর্ণপদক অর্জন করেছে। ২৩টি দেশ আর অঞ্চলের ২৫০ জন ক্রীড়াবিদ এবারকার প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। এতক্ষণ দেশী-বিদেশী খেলার খবর শুনলেন। এখন চীনের নারী ভারোত্তলন ক্রীড়াবিদ লিউ ছুনহোং সম্বন্ধে কিছু বলবো।