|
|
 |
| (GMT+08:00)
2005-11-09 21:17:42
|
|
বার্ড ফ্লু নিবারন আর নিয়ন্ত্রণের জন্যে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে
cri
|
অন্য একটি খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বার্ড ফ্লু নিবারন আর নিয়ন্ত্রণের কাজ অব্যহতভাবে জোরদার করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ আর বিভিন্ন স্থানের সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। চীনের রাষ্ট্রীয় খাদ্য আর ওষুধ তত্ত্বাবধান ব্যবস্থাপনা ব্যুর্রোর একটি জরুরী বিজ্ঞপ্তিতে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বার্ড ফ্লুর সঙ্গে সম্পর্কীত ওষুধ আর চিকিত্সা সরঞ্জামের উত্পাদন, ব্যবসা চালানোর হালচালের উপর সার্বিক তত্ত্বাবধান আর পরীক্ষা চালানোর আহ্বান জানানো হয়েছে।
|
|
|