সম্প্রতিচীনের পরিবহণ সমিতির সুত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে চীনের শহরাঞ্চলের মেট্রো ইত্যাদি রেল পরিবহণের উন্নয়ন জোরদার হবে। ২০১০ সাল নাগাদ সারা দেশের শহরাঞ্চলের রেল পরিবহণ লাইনের দৈর্ঘ্যবতর্মানের ৪০০ কিলোমিটার থেকে ১০০০ কিলোমিটার পযর্ন্ত বৃদ্ধি পাবে। জানা গেছে, ভবিষ্যতে চীনে রেল পরিবহণ লাইন নিমার্ন কাজ দ্রুততর করা হবে। রেল পরিবহণে নতুন প্রকৌশনের প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হবে। বতর্মানে ৫৫টিরও বেশী রেল পরিবহণ লাইনে মোট ৫০০ বিলিয়ন রেন মিন পি বরাদ্দ করা হয়েছে।
জানা গেছে, বতর্মানে চীন বিশ্বের সবচেয়ে বড় শহরাঞ্চলের রেল পরিবহণের বাজারে পরিণত হয়েছে। পেইচিং , সাংহাই ইত্যাদি ৯টি শহরে মেট্রো ইত্যাদি রেল পরিবহণ চালু হয়েছে।
|