|
 |
(GMT+08:00)
2005-11-09 20:58:02
|
সাদ্দাম হোসেনের আইনজীবি দলের আরেক জন সদস্য নিহত
cri
ইরাকের পুলিশ পক্ষ ৮ নভেম্বর বলেছে, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের স্বপক্ষেরআইনজীবি দলের আরেক জন সদস্য সে দিন গুপ্ত ঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছেন। গত ১৯ অক্টোবর সাদ্দাম হোসেন প্রমুখ ইরাকের সাবেক প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় জন আইনজীবি দলের সদস্য গুপ্ত ঘাতকের গুলিতে মারা যান। জানা গেছে, ৮ নভেম্বর এই আইনজীবি গাড়ী চালিয়ে বাগদাদের পশ্চিম দিকের আডিল গ্রামের কাছাকাছি পৌঁছার সময় এই হামলার শিকার হয়েছে। তাঁর সঙ্গেএকজন উচ্চ পদস্থ সহকারী এই হামলায় আহত হয়েছে। উল্লেখ্য এই আইনজীবি দলের সদস্য বারজান ইব্রাহিম তাঁর অফিসে দশ জন সশস্ত্র ব্যক্তির হাতে অপহৃত হবার পর নিহত হয়েছে।
|
|
|