গত ৮ নভেম্বর চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে বস্ত্র বাণিজ্য নিয়ে মতৈক্য অর্জিত হলে স্মারকলিপি স্বাক্ষরিত হওয়ার পর চীনের বস্ত্র আমদানি-রফতানি চ্যাম্পার বলেছে, এই স্মারকলিপি স্বাক্ষরিত হওয়ার ফলে চীন-মার্কিন বস্ত্র বাণিজ্যের পরিবেশ ষ্পষ্ট আর স্থিতিশীল হবে।এটা দু' দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
চীনের বস্ত্র আমদানি-রফতানি চ্যাম্পার মনে করে, এই চুক্তির স্বাক্ষর নিশ্চয়ই দু'দেশের বস্ত্র বাণিজ্যের জন্যে একটি স্থিতিশীল আর প্রত্যাশী বাণিজ্য পরিবেশ সৃষ্টি করবে।যার ফলে চীনের শিল্প-প্রতিষ্ঠান আর যুক্তরাষ্ট্রের আমদানি-রফতানি ব্যবসায়ীদের আস্থা আর দৃঢ়সংকল্প বিপুল মাত্রায় বাড়বে এবং দু'দেশের বস্ত্র বাণিজ্যের সুষ্ঠু আর স্থিতিশীল উন্নয়ন তরান্বিত হবে। চীনের বস্ত্র আমদানি-রফতানি চ্যাম্পার আরও বলেছে, চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলোর এই সুযোগ বুঝে শিল্পের কাঠামো সম্পূর্ণ করা উচিত, যাতে যুক্তরাষ্ট্রের কাছে বস্ত্র আর পোষাক রফতানির সুশৃংখল প্রবৃদ্ধি বাস্তবায়িত হয়।
|