২০০৫ সালে পেইচিং আন্তর্জাতিক পুনঃব্যবহার্য শক্তি সম্পদ সম্মেলন ৮ নভেম্বর সমাপ্ত হয়েছে । ৭৮টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা সম্মেলনে গৃহীত পেইচিং ঘোষণার মাধ্যমে বিভিন্ন দেশের উদ্দেশ্যে পুনঃব্যবহার্য শক্তি সম্পদের উন্নয়ন দ্রুত করা আর শক্তি সম্পদের চাপ মোকাবিলা করার আহবান জানিয়েছেন ।
ঘোষণায় বলা হয়েছে , গত দু'বছরে আন্তর্জাতিক তেলের দাম দ্বিগুণ বেড়েছে । আন্তর্জাতিক শক্তি সম্পদ বাজার অস্থিতিশীলতায় ভরপুর । শক্তি সম্পদ আমদানির ওপর নির্ভর করতে হলে বিরাট অর্থনৈতিক ঝুঁকি হতে পারে । জলবিদ্যুত , বায়ু শক্তি , সৌর শক্তি প্রভৃতি পুনঃব্যবহার্য শক্তি সম্পদ উন্নয়নে শক্তি সম্পদ দামের বিপুল পরিবর্তন মোকাবিলা করার দিক থেকে বিভিন্ন দেশের সামর্থ্য জোরদার হবে ।
ঘোষণায় আরো বলা হয়েছে , উন্নত দেশগুলোকে পুনঃব্যবহার্য শক্তি সম্পদের গবেষণা ও উন্নয়নের কাজ জোরদার করতে হবে এবং উন্নয়নমুখী দেশগুলোর সংগে সহযোগিতার মাধ্যমে প্রযুক্তির হস্তান্তর বাস্তবায়িত করতে হবে ।
|