v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-09 18:58:02    
কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের অংশগ্রহণকারী নেতারা

cri

উ তা ওয়েই

    পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান , চীনের প্রতিনিধি দলের নেতা, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েইয়ের বয়স ৫৯ বছর। গত বছরের আগস্ট মাস থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও আইন বিষয়ক উপ-মন্ত্রী নিয়োগ করেন। এবার উ তা ওয়েই দ্বিতীয় বার প্রতিনিধিদল নিয়ে ছ'পক্ষীয় বৈঠকে অংশ নেন।

    উ তা ওয়েই দক্ষিণ কোরিয়া এবং জাপানে রাষ্ট্রদূত ছিলেন। দীর্ঘকাল ধরে এশিয়া বিষয় , বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিষয়াদিতে জড়িত আছেন বলে কোরিয় সমস্যায় উ তা ওয়েইয়ের অপেক্ষাকৃত সমঝোতা এবং গবেষণা আছে। উ তা ওয়েইয়ের সভাপতিত্বে চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে এই বৈঠক শুরু হওয়ার পর প্রথম অভিন্ন দলিল গৃহীত হয়। জনমতে এবারকার বৈঠকে উ তা ওয়েইয়ের উপর গভীর প্রত্যাশা আছে।

কিম কিয়ে গুয়ান

    উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে গুয়ানের বয়স ৬২ বছর। তিনি প্রতিনিধি দল নিয়ে পেইচিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দফা, তৃতীয় দফা এবং চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। তিনি হচ্ছেন সবচেয়ে বেশি করে ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের নেতা।

    গত শতাব্দীর ৯০'র দশকের পর কিম কিয়ে গুয়ান উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা বিষয়ের দায়িত্ব পালন করেন। তাঁর শ্রেষ্ঠ আলোচনার সামর্থ্য বৈঠকের সুষ্ঠু আয়োজনের জন্য লক্ষণীয় ভূমিকা পালন করেছে।

ক্রিস্টোফার হিল

    মার্কিন প্রতিনিধি দলের নেতা, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের বয়স ৫২ বছর। তিনি এই বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। এর আগে, তিনি দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত ছিলেন। তিনি একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিবিদ।

সুং মিন সুন

    সুং মিন সুন এই বছরের জানুয়ারী মাসে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী নিযুক্ত হন এবং লি সো-হিউকের স্থলাভিষিক্ত হয়ে ছ'পক্ষীয় বৈঠকে দক্ষিণ কোরিয়া পক্ষের মুখ্য প্রতিনিধি হন।

    সুং মিন সুন ত্রিশাধিক বছরের কূটনীতিবিদের অভিজ্ঞতা আছে। তিনি ২০০১ সালে পোলান্ডস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে তত্কালীন পোল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত, বর্তমান উপ-পররাষ্ট্রমন্ত্রী , ছ'পক্ষীয় বৈঠকের মুখ্য প্রতিনিধি হিলের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক গবেষণা কেন্দ্রের গবেষক ছিলেন।

আলেক্সান্দার আলেক্সিয়েভ

    রাশিয়ার প্রতিনিধি দলের নেতা , উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার আলেক্সিয়েভের বয়স ৫৯ বছর। তিনি পাকিস্তান এবং ভারতে রাশিয়া দূতাবাসে কাজ করতেন, এবং ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত হন। তিনি প্রতিনিধি দল নিয়ে তৃতীয় এবং চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকে সক্রিয় সমন্বয় ভূমিকা পালন করেছেন।

কেনিচিরো সাসায়

    জাপানী প্রতিনিধি দলের নেতা কেনিচিরো সাসায় এই বছরের জানুয়ারী মাসে জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিযুক্ত হন। তাঁর বহু বছরের কূটনৈতিক অভিজ্ঞতা আছে। ২০০২ সাল থেকে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক ছিলেন। এই দফা ছ'পক্ষীয় বৈঠক আয়োজনের আগে তিনি চীন সফর করেছেন, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী উ তা ওয়েইয়ের সঙ্গে মত বিনিময় করেছেন।