আন্তর্জাতিক তহবিল সংস্থা অনুমান করেছে , এ বছর হংকংয়ের অর্থনীতিরবৃদ্ধি হার ৬ থেকে ৬.৫ শতাংশ হবে । আগামী বছর বৃদ্ধিহার৪.৫ থেকে ৫ শতাংশে নামবে ।
গত মাসে আন্তর্জাতিক তহবিল সংস্থার একটি প্রতিনিধি দল হংকং সফর করেছে । সফর শেষে প্রতিনিধি দলটির একটি বিবৃতিতে বলা হয়েছে , হংকংয়ের অর্থনীতি স্থিরগতিতে বিকশিত হচ্ছে । হংকংয়ের অর্থনীতির ভবিষ্যত প্র্রধানতঃ আশেপাশের দেশগুলো ও মূলভুখন্ডের অর্থনীতির প্রসারের উপর নির্ভরশীল ।
হংকং বিশেষ প্রশাসন অঞ্চল সরকারের অর্থ বিভাগের প্রধান থাং ইং নিয়েন হংকংয়ের অর্থনীতির প্রতি আন্তর্জাতিক তহবিল সংস্থার ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে বলেছেন , পরবর্তীকালে হংকং সরকার সতর্কতার সঙ্গে আর্থিক ব্যাপার পরিচালনা করবে ।
|