ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব , আণবিক সমস্যা সংক্রান্ত আলোচনায় ইরানের প্রধান প্রতিনিধি লারিজানি ৮ নভেম্বর তেহরানে বলেছেন , ইরান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে নির্ধারিত আণবিক সমস্যা সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা পুনপ্রতিষ্ঠার পূর্বশর্ত গ্রহণ করবে না । ই ইউর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে নির্ধারিত আলোচনা পুনরুদ্ধারের পূর্বশর্ত হলো ইরানকে পরিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সব তত্পরতা বন্ধ করতে হবে ।
একই দিন লারিজানি ইরানের তথ্যমাধ্যমকে বলেছেন , ইরানের পারমাণবিক সমস্যা সম্বন্ধে ই ইউ কুটনৈতিক পথে এই সমস্যা মীমাংসা করার নীতি অনুসরণ করে নি , বরং তথ্যমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিয়েছে । এটা ইরানের পক্ষে গ্রহণযোগ্য নয় ।
একই দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফিও আশা প্রকাশ করে বলেছেন , সমস্যা সমাধানে সমঝোতা ও অগ্রগতি হওয়ার প্রক্রিয়ায় ই ইউ নিজের মতাধিষ্ঠানে জেদ ধরবে না ।
|