পেইচিংয়ের শুল্ক বিভাগের সঙ্গ নিরোধ বিভাগ সূত্রে প্রকাশ , বার্ড ফ্লুর প্রকোপ পেইচিং মহানগরীতে বিস্তার রোধের জন্য পেইচিংয়ের সঙ্গ নিরোধ বিভাগ পেইচিংয়ে প্রবেশ হাঁসমুর্গী ও পাখি অনুমোদন ও সঙ্গ নিরোধ ব্যবস্থা জোরদার করেছে ।
জানা গেছে , পেইচিংয়ে প্রবেশ করা হাঁসমুর্গী ও পাখিগুলোকে আলাদাভাবে সঙ্গ নিরোধের ব্যবস্থা করা হয় । এই বিভাগ পেইচিংয়ে প্রবেশ করা সব পাখি ও হাঁসমুর্গীকে নিঃসঙ্গ রুমে রাখা হয় , এই সব নিঃসঙ্গ রুম বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারে না , কয়েক ঘন্টা পর পর এই সব রুমে ভাইরাস মুক্ত ব্যবস্থা নেয়া হয় । আমদানিকৃত হাঁসমুর্গী ও পাখি বার্ড ফ্লুর ভাইরাস পরীক্ষা ও গাড়ীগুলো পরিষ্কার করার ব্যবস্থা আরো জোরদার হয়েছে ।
|