চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই এবং ব্রিটেনের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এলেন জনসন ৮ নভেম্বর লন্ডণে অনুষ্ঠিত চীন-ব্রিটেন যৌথ আর্থ-বাণিজ্য কমিটির পঞ্চম সম্মেলনে বলেছেন, অধিকতর পরিমাণে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে দু'দেশের বিরাট সুপ্ত শক্তি আছে ।
দু'পক্ষ মনে করে, যৌথ আর্থ-বাণিজ্য কমিটি দু'দেশের আর্থ-বাণিজ্যিক পুঁজি বিনিয়োগ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।
একই দিন সম্মেলনে কর্মগ্রুপ 'তত্পরতা চুক্তি' গৃহীত হয়েছে এবং অধিকতরভাবে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন নিয়ে প্রস্তাব উপস্থাপিত হয়েছে।
প্রস্তাব অনুযায়ী দু'দেশের সরকার এক সঙ্গে সহযোগিতা করে পানি, বিমান, গাড়ি, রাসায়নিক শিল্প আর স্থাপত্য ইত্যাদি বিষয়ক কর্মগ্রুপ প্রতিষ্ঠা ত্বরান্বিত করবে, যাতে 'তত্পরতা চুক্তি'-তে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন করা যায়, বাণিজ্য ক্ষেত্রে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা যায় এবং মেধা-স্বত্ব সংরক্ষণের সমস্যার গবেষণা গভীরতর করা যায়।
|