|
|
(GMT+08:00)
2005-11-08 21:20:26
|
ছ'পক্ষীয় বৈঠক সম্বন্ধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য
cri
৮ নভেম্বর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন চাও বলেছেন, কোরিয়া উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে ক্রমান্বয় মতৈক্য বাড়ানো এবং ফলাফল সঞ্চয়ের একটি প্রক্রিয়া। তিনি বলেছেন, কোরিয়া উপ-দ্বীপ অবশেষে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত হওয়ার আগে ছ'পক্ষীয় বৈঠক হচ্ছে ক্রমান্বয় পারষ্পরিক সমঝোতা গভীরতর করা , ধাপে ধাপে মতৈক্য আর ফলাফল সঞ্চয় করার একটি প্রক্রিয়া। চীন পক্ষ মধ্যস্থাতা করার কাজে অবদান রেখেছে। ছ'পক্ষীয় বৈঠকে যাতে অগ্রগতি অর্জিত হয় সেই জন্য চীন পক্ষ অন্যান্য পক্ষের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পেতে চায়।
|
|
|