চীনের রাষ্ট্রীয় শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা প্রশাসনের মহা পরিচালক ওয়াং চোং ৮ নভেম্বর পেইচিংএ বলেছেন, গত এক বছরে চীন মেধাস্বত্ব সংরক্ষণ কাজের উপর গুরুত্ব আরোপ করে এসেছে। দেশ-বিদেশী শিল্প-প্রতিষ্ঠানের ট্রেডমার্কেরবিশেষ অধিকার লংঘনকারী কার্যকলাপগুলোর উপর কড়াকড়ি তদন্ত কাজ চালানো হয়েছে। একটি সেমিনারে তিনি বলেছেন, গত বছরের দ্বিতীয়ার্থের পর থেকে চীনের শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সারা দেশে দেড় বছরব্যাপী নিবন্ধিত ট্রেডমার্কের বিশেষ অধিকার সংরক্ষণের তত্পরতা চালিয়েছে এবং লক্ষণীয়সাফল্য অর্জন করেছে।
জানা গেছে, গত বছর দেশী-বিদেশী শিল্প-প্রতিষ্ঠানের নিবন্ধিত ট্রেডমার্কেরসংখ্যা ৯ লক্ষ ছাড়িয়েছে গেছে। ৪০ শতাংশ হল বিদেশী শিল্প-প্রতিষ্ঠানের নিবন্ধিত ট্রেডমার্ক।
|