বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের ফিউচার্স দাম দ্রুত নামছে । ৭ নভেম্বর নিউইয়র্কের তেল বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ৬০ মার্কিন ডলারের নীচে নেমেছে ।
একই দিন নিউইয়র্কের তেল বাজারে ব্যারেল প্রতি তেলের ফিউচার্স দাম ৬ নভেম্বরের চেয়ে ১.১১ ডলার কমে ৫৯.৪৭ ডলার ছিল । লন্ডনের আন্তর্জাতিক তেল বাজারে উত্তর সমুদ্রেরব্রেন্ট তেলের ফিউচার্স দাম ৬ নভেম্বরের চেয়ে ০.৮০ ডলার নেমে ৫৮.৪৫ ডলার ছিল ।
জানা গেছে , যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে অর্ধেক তৈলাঞ্চলের ও প্রাকৃতিক গ্যাস ক্ষেতের উত্পাদন পুনরুদ্ধার হয় নি। বিশেষজ্ঞদের মতে , এই সব তৈল অঞ্চলের উত্পাদন পুনরুদ্ধার আর উষ্ণ শীতকাল ইত্যাদি অনুকুল উপাদানের কল্যানে নিউইয়র্ক বাজারে তেলের ফিউচার্স দাম আরো ২ থেকে তিন ডলার কমবে ।
|