ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিকে দ্য ভিলেপান ৭ নভেম্বর টেলিভিশনে ভাষণ দেয়ার সময়ে ফ্রান্সের বিভিন্ন মহলের উদ্দেশ্যে মিলিত ও কঠোরভাবে সমাজের দাঙ্গাহাঙ্গামা সৃষ্টির সহিংসতা দমন করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার সমাজের দুর্বল জনগণকে সাহায্য করা উচিত, যাতে দেশের দীর্ঘকালীন স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
দ্য ভিলেপান বলেছেন, দাঙ্গাবাজদের অপরাধী তত্পরতা গ্রহণযোগ্য নয় এবং তাকে ক্ষমা দেয়া যায় না। প্রেসিডেন্ট শিরাক মন্ত্রিসভার বিশেষ অধিবেশন আয়োজন করবেন এবং আইনের সংশ্লিষ্ট নিয়ম অনুসারে দরকারী সময়ে বিভিন্ন প্রদেশের গভর্ণরকে সান্ধ্য আইন জারী করার অনুমতি দিয়েছেন, যাতে আরো ভালভাবে বাসিন্দাদের জানমালের নিরাপত্তা সুরক্ষা করা যায়।
দ্য ভিলেপান আইন বিচার বিভাগের উদ্দেশ্যে যে দাঙ্গাবাজরা ইতিমধ্যেই অপরাধ করেছে শীঘ্রই তাদেরকে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন, যাতে আইন বিচারের ক্ষমতা জোরদার করা যায়। তিনি আরো বলেছেন, সরকার দারিদ্র্য ছাত্রছাত্রীদেরকে বৃত্তি দেবে, যে ছাত্রছাত্রীরা আর্থিক অসুবিধার সম্মুখীন, তাদেরকে শিল্পপ্রতিষ্টানে গিয়ে শিক্ষানবিশ হওয়ার অনুমতি দেয়া, মানবাধিকার সুরক্ষা সংস্থার আইন বিচারের শাস্তি দেয়ার ক্ষমতা জোরদার করা ইত্যাদি ব্যবস্থা নেবে, যাতে সার্বিকভাবে সমাজের সমতা ত্বরান্বিত করা যায় এবং সমাজের স্থিতিশীলতা বাস্তবায়ন করা যায়।
|