ইউরোপীয় সোসিয়অলিষ্টস পার্টির চেয়ারম্যান, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পৌল নিরুপ রাসমুস্সেন ৭ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের সমৃদ্ধি হুমকি নয়, বরং তা চীন ও ইউরোপ এমন কি সারা বিশ্বকে "প্রচুর সমৃদ্ধি" এনে দেবে।
তিনি বলেছেন, ই ইউ চীনে অর্থবিনিয়োগ জোরদার করবে, দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নয়ন করবে।
খবরে প্রকাশ, বর্তমান ই ইউ ইতিমধ্যেই চীনের প্রথম বাণিজ্যিক অংশীদার হয়েছে, চীন ই ইউ-র দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে। গত বছরে, দু'পক্ষের বাণিজ্যের পরিমাণ ১৭০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশী হয়েছে।
|