চিলির প্রেসিডেন্ট রিকার্ডো লাগোস ৭ নভেম্বর সেন্টিয়েগোতে আশা প্রকাশ করে বলেছেন ,চিলি ও পেরুর সম্পর্ক পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির চিলি আগমণের দরুণ বিপন্ন হবে না ।
চিলি সফররত বাবাদোসের প্রধানমন্ত্রী ওয়েন এস আথার্রের সঙ্গে সাক্ষাতের পর অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেছেন। তিনি আরো বলেছেন , পেরু একতরফাভাবে দুটি প্রতিবেশীর সীমারেখা নির্ণয় সংক্রান্ত আইন প্রনয়ন করেছে বলে চিলি ও পেরুর সম্পর্ক সম্প্রতি উত্তেজনাময় হচ্ছে । আশা করি ফুজিমোরি সমস্যা দ্বিপাক্ষিক সমস্যা বিপন্ন করার নতুন উপাদান ও বাধা হবে না । তিনি জোর দিয়ে বলেছেন , চিলি আইন ব্যবস্থার স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করে । সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরির ভাগ্য চিলি সরকারের হাতে নয় , তার ভাগ্য চিলির আইন ব্যবস্থা এবং পেরু সরকারের সরবরাহ প্রমাণের উপর নির্ভরশীল ।
উল্লেখ্য , আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্যপেরুর প্রেসিডেন্ট- নির্বাচণে প্রেসিডেন্ট পদপ্রার্থী নিবন্ধনে অংশ নেয়ার জন্য ফুজিমোরি ৬ নভেম্বরচিলি পৌঁছেন । পেরু সরকারের সাহায্যে চিলির পুলিশ পক্ষ তাকে গ্রেপ্তার করেছে ।
|