৭ নভেম্বর সন্ধ্যায় আজারবাইজানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে ক্ষমতাসীন নতুন আজারবাইজান পার্টি ৬ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশী আসন পেয়েছে । এই ফলাফল সম্বন্ধে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া একই নয় ।
আজারবাইজানের বিরোধী পার্টি আজাদলিগ ব্লক বলেছে নির্বাচনের দুর্নীতির বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল অনুষ্ঠান করবে ।
ইউরোপীয় নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণ দল আর ব্রাসেল্সে অনুষ্ঠানরত ই ইউর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন মনে করে , এই সংসদ নির্বাচন আন্তর্জাতিক নিয়মকানুনের সঙ্গে সংগতিপূর্ণ নয় । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এডাম এরেলি বলেছেন , যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তা সংস্থার মূল্যায়নকে সমর্থন করে । যুক্তরাষ্ট্র মনে করে , আজারবাইজানের এই সংসদ নির্বাচন যদিও আগের চেয়ে অগ্রগতি হয়েছে , কিন্তু এতে গুরুতর দুর্নীতি সমস্যা আছে ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কামেইনিন বলেছেন , ইউরোপীয় নিরাপত্তা সংস্থার মূল্যায়ন বোধগম্য নয় ।
একই দিন স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থের পর্যবেক্ষণ দল ও তুরস্কের পর্যবেক্ষক এই সংসদ নির্বাচনের ইতিবাচক মূল্যায়ণ করেছেন।
|