৭ নভেম্বর চীনের শিক্ষামন্ত্রী চৌ চি পেইচিংয়ে বলেছেন , আগামী বছর চীনের মাধ্যমিক পর্যায়ের পেশাদার স্কুলগুলোতে নতুন ছাত্রের সংখ্যা দশ লক্ষ বাড়বে । পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় পেশাদার শিক্ষা সংক্রান্ত একটি অধিবেশনে মন্ত্রী চৌ চি এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , পেশাদার শিক্ষার প্রসার , বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের পেশাদার শিক্ষা প্রসার পরবর্তীকালে চীনের শিক্ষা ব্রতের একটি রণনৈতিক কর্তব্য । আমাদের লক্ষ্য হলো কয়েক বছর প্রচেষ্টার পর প্রতি বছর মাধ্যমিক পেশাদার স্কুলগুলোতে ৮০ লক্ষ নতুন ছাত্র ভর্তি হবে । গত বছর চীনের মাধ্যমিক পেশাদার স্কুলগুলোতে ৫৫ লক্ষ নতুন ছাত্র ভর্তি হয়েছিল ।
জানা গেছে , আগামী বছর মাধ্যমিক পেশাদার স্কুলগুলোতে গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেয়া ব্যবস্থা বলবত্ হবে ।
|