ভারত সরকার ৭ নভেম্বর নটবর সিংকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে অব্যাহতি দিয়েছে। তাঁর বিরুদ্ধে জাতি সংঘের "তেলের বিনিময়ে খাদ্য" কর্মসূচীতে পক্ষপাতিত্বের অভিযোগ তদন্ত করার জন্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম একইদিন বলেছে, সিং দফতরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, তদন্তে সিং নিরপরাধ প্রমাণিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রী পদে পূণঃনিযুক্ত হবেন। এর আগে জাতি সংঘের তদন্তকারী পল ভলকার তার রিপোর্টে "তেলের বিনিময়ে খাদ্য" কর্মসূচীতে নটবর সিং এবং ভারতের কংগ্রেস পার্টির বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ দিয়েছেন, ভারত সরকার তা অস্বীকার করেছে।
|