পীপলস ডেইলি সূত্রে জানা গেছে, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান কু সিউ লিয়েন ৭ নভেম্বর পেইচিংয়ে বুলগেরিয় সংসদের চেয়ারম্যান নিকোলাই সভিনারোভের নেতৃত্বে জাতীয় সংসদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
কু সিউ লিয়েন বলেছেন, দু'দেশের সংসদের বিভিন্ন কমিটি ও সরকারের বিভিন্ন বিভাগের মধ্যেকার আদানপ্রদান চীন ও বুলগেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল উন্নয়নেঅবদান রাখছে। দু'পক্ষ সংস্কৃতি,শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন ইত্যাদি ক্ষেত্রের আদানপ্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করেছে। তিনি আশা করেন, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দু'পক্ষ আদানপ্রদান ও সহযোগিতা আরো জোরদার করবে।
সভিনারোভ বলেছেন, বুলগোরিয়া চীনের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
|