পেরুর পররাষ্ট্র মন্ত্রী ওসকার মারটুয়া স্থানীয় সময় ৭ নভেম্বর রাজধানী লিমায় ঘোষণা করেছেন, পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্টের ফুজিসোরি জাপান থেকে চিলি পৌঁছার পর গ্রেফতার হয়েছেন। তিনি বলেছেন, আলবার্টের ফুজিসোরি চিলি পৌঁছার পর চিলির আদালত পেরু পক্ষের অনুরোধ অনুসারে আলবার্টের ফুজিসোরির উপর গ্রেফতারী পরোয়ানা জারী করেছে।৭ নভেম্বর ভোরবেলায় চিলির পুলিশ তাকে গ্রেফতার করেছে।
৬ নভেম্বর বিকালে আলবার্টের ফুজিসোরি চিলির রাজধানী সেন্টিয়েগো পৌঁছলেন। এই খবর পেয়ে পেরু সরকার চিলিকে আলবার্টের ফুজিসোরিকে অবিলম্বেগ্রেফতার করার অনুরোধ করেছে। বিচার করার জন্য তাকে পেরুতে ফেরত আনা হবে।
|