সোমালিয়ার অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী আলি মোহামেদ গেদির গাড়ি বহর ৬ নভেম্বর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আক্রমণের শিকার হয়েছে। এতে কমপক্ষে দশাধিক লোক হতহত হয়। কিন্তু গেদি নিরাপদ আছেন।
গেদির গাড়ি বহর মোগাদিশু শহরের কাছাকাছি একটি বিমান বন্দর থেকে শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার পথে আক্রমণের শিকার হয়েছে। হামলায় তিন জন নিহত এবং অন্য দশাধিক জন আহত হয়েছে।
এ পর্যন্ত কোনো সংস্থা এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। এ প্রসঙ্গে গেদির অফিস কোনো বক্তব্য প্রকাশ করে নি।
|