v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-07 18:34:30    
১-৭, নভেম্বর, ২০০৫

cri
ওয়েন চিয়া পাওঃ চীন রাশিয়ার সংগে বন্ধুত্ব ও সহযোগিতা নিরন্তর বাড়াতে ইচ্ছুক

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আর রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল ফ্রেডকোভ ৩ নভেম্বর পেইচিংয়ে চীন-রাশিয়ার প্রধানমন্ত্রীদের দশম নিয়মিত বৈঠকে মিলিত হয়েছেন । ওয়েন চিয়া পাও এই মত প্রকাশ করেছেন যে , চীন অব্যাহতভাবে পারস্পরিক মর্যাদা প্রদর্শন , সমতা আর পারস্পরিক উপকারিতার নীতিতে রাশিয়ার সংগে বন্ধুত্ব ও সহযোগিতা নিরন্তর সুসংবদ্ধ ও গভীর করতে ইচ্ছুক ।

তিনি বলেছেন , গত দশ বছরে দুদেশের প্রধানমন্ত্রীর নিয়মিত বৈঠকের ব্যবস্থায় দুদেশের সহযোগিতার ক্ষেত্র নিরন্তর সম্প্রসারিত হয়েছে , সহযোগিতার মান অনবরত বেড়েছে এবং দুদেশের সম্পর্কের ইতিহাসে উন্নয়নের সর্বশ্রেষ্ঠ পর্যায়ে রয়েছে ।

দুদেশের দুই প্রধানমন্ত্রী পুনরায় ঘোষণা করেছেন যে , দুদেশ সুষ্ঠুভাবে দুদেশের পূর্বাংশের সীমান্ত নির্ধারণের কাজ সম্পন্ন করবে , আরো ইতিবাচক ব্যবস্থা নিয়ে দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বিকশিত করবে , তেল ও প্রাকৃতিক গ্যাস উন্নয়নের বিষয়ে দুদেশের সহযোগিতার সিদ্ধান্ত কার্যকরী দ্রুত করবে এবং যৌথভাবে সন্ত্রাসবাদ আর আন্তঃদেশীয় অপরাধ চক্রের ওপর আঘাত হানবে ।

বুশের চীন সফর দু'দেশের গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ৩ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি আশা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের চীন সফর দু'দেশের গঠনমূলক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনে অংশ নেয়ার পর, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বুশ চীন সফর করবেন। এক প্রশ্নের উত্তরে খোং ছুয়েন বলেছেন, এটা হচ্চে একটি গুরুত্বপূর্ণ সফর এবং প্রেসিডেন্ট বুশ ও প্রেসিডেন্ট হু চিন থাও'র মধ্যে পঞ্চম সাক্ষাত্। দু'দেশের নেতারা এবারকার গুরুত্বপূর্ণ সুযোগ ব্যবহার করে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন। চীন বিশ্বাস করে দু'দেশের নেতারা বহু মতৈক্যে পৌঁছবেন। যাতে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো যায়।

প্রথম চীনের পর্যটন পুঁজি বিনিয়োগ মেলায় ১৬ বিলিয়ন ইউয়ানের ব্যবসা হয়েছে

প্রথম চীনের পর্যটন পুঁজি বিনিয়োগ মেলা ৩ নভেম্বর পূর্ব চীনের নিংপো শহরে সমাপ্ত হয়েছে। তিন দিন ব্যাপী মেলায় ১৬ বিলিয়ন ইউয়ানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এবার চীনের পর্যটন পুঁজি বিনিয়োগ মেলা চীনের পর্যটন ব্যুরো ও নিংপো আঞ্চলিক সরকারের মিলিত উদ্যোগে আয়োজিত হয়। তা হলো চীনের আন্তর্জাতিক পর্যটন মেলা ও চীনের স্বদেশীয় পর্যটন মেলার পর আরেকটি জাতীয় পর্যটন মেলা। বিশ্বের ১০ হাজারেরও বেশী ব্যবসায়ী এই মেলায় অংশ গ্রহণ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের পর্যটন শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চীন এখন শুধু পর্যটন সম্পদে সমৃদ্ধ নয়, উপরন্ত বিশ্বের অন্যতম বৃহত পর্যটন দেশ হয়েছে।

নয়াদিল্লীতে বিস্ফোরণ ঘটনায় ২০ সন্ত্রাসী জড়িত

ভারতের নয়া দিল্লীর পুলিশ পক্ষের প্রাথমিক তদন্ত অনুযায়ী, কমপক্ষে ২০ জন সন্ত্রাসী ২৯ অক্টোবর সংঘটিত তিনটি ধারাবাহিক বিস্ফোরণ ঘটনার প্রস্তুতি কাজ করেছে বা কার্যকরী করেছে।

"হিন্দুস্তান টামস" পত্রিকা ৪ নভেম্বর পুলিশ পক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সন্ত্রাসী ব্যক্তিরা চারটি স্বাধীন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন কর্তব্য পালন করে। তা ছাড়া, প্রত্যক্ষদর্শীরা দেখেছে যে, বিস্ফোরণের পর সন্ত্রাসী ব্যক্তিরা বিশৃঙ্খলভাবে তাড়াহুড়া করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ পক্ষ মনে করে চূড়ান্ত গ্রুপ হচ্ছে নবীনদের নিয়ে গঠিত।

নয়াদিল্লীর পুলিশ পক্ষ ২ নভেম্বর তিনজন সন্দেহভাজন ব্যক্তির সম্ভাব্য প্রতিকৃতি প্রকাশ করেছে এবং যথাক্রমে শহরবাসীদের সংশ্লিষ্ট টেলিফোন পেয়েছে। তবে খবর পাওয়া পর্যন্ত পুলিশ পক্ষ সন্দেহভাজন ব্যক্তির মর্যাদা এবং হদিস সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পায় নি।

যুক্তরাষ্ট্রের গোপনীয় কারাগার প্রতিষ্ঠার প্রতি বিদেশী প্রতিক্রিয়া

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের আইন ও স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ফ্রিসো রোস্কাম আবিং ৩ নভেম্বর বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কমিশন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো বিদেশে, বিশেষ করে কিছু পূর্ব ইউরোপীয় দেশে গোপণীয় কারাগার প্রতিষ্ঠা করার ব্যাপারে "অনানুষ্ঠানিক তদন্ত" চালাচ্ছে।

 ফ্রিসো বলেছেন, ঘটনার সত্যতা জানার জন্য ইউরোপীয় ইউনিয়নের কমিশন ইইউর ৩৫টি সদস্য দেশ এবং ৪টি প্রার্থী দেশ তার সংশ্লিষ্ট প্রশ্নোত্তর দেয়ার দাবি জানাবে। ফ্রিসো আরো বলেছেন, ইইউর উদ্দেশ্য হচ্ছে গবেষণা করা, আনুষ্ঠানিক তদন্ত নয়।

 একই দিনে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির মুখপাত্র আনতোনেল্লা নোটারি জেনিভায় বলেছেন, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ব ইউরোপে গোপনীয় কারাগার প্রতিষ্ঠার অবস্থা জানানো এবং সেখানে আটককৃত ব্যক্তিদের পরিদর্শন করার দাবি জানিয়েছে।

শিনতাং পার্টির চেয়ারম্যান ইয়ু মু মিং'র নেতৃত্বে "জাতীয় সফর দল" তালিয়েনে পৌঁছেছে

তাইওয়ানভিত্তিক শিনতাং পার্টির চেয়ারম্যান ইয়ু মু মিং ২ নভেম্বর সন্ধ্যায় "জাতীয় সফর দল" নিয়ে তালিয়েনে পৌঁছেছেন।

তালিয়েন শহরের কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক মাদাম সু ছুন লান সফর দলের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি ইয়ু মু মিংয়ের কাছে তালিয়েনের অর্থনৈতিক অগ্রগতি পরিচিত করেছেন। ইয়ু মু মিং তালিয়েনের সঙ্গে আরো ব্যাপক ও গভীরভাবে সহযোগিতা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

ইরাকের সাধারণ নির্বাচনের আগে ইরাকে ১.৬ লক্ষ মার্কিন সৈন্য বজায় রাখা হবে

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফ্স অব স্টাফের যুদ্ধ বিষয়ক কর্মকর্তা জেম্স টি কোনওয়েই ৩ নভেম্বর পেন্ট্যাগনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , ডিসেম্বর মাসে ইরাকের সাধারণ নির্বাচনের আগে ইরাক মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যা ১.৬ লক্ষে বজায় রাখা হবে ।

কোনওয়েই বলেছেন , ইরাকের সাধারণ নির্বাচনের পর মার্কিন সৈন্যের সংখ্যা ক্রমেই ১.৩৮ লক্ষে কমবে ।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লাউরেন্স ডি রিটা বলেছেন , মার্কিন কেন্দ্রীয় কমান্ডার জোন আবিজাইড ও ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার জোর্জ কেসী নির্বাচনের পর ইরাকের পরিস্থিতির মূল্যায়ন করবেন , পেন্ট্যাগন তাঁদের প্রস্তাব অনুযায়ী ইরাক মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যা নির্ধারণ করবে ।

পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠক ৯ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে

৩ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলন থেকে জানা গেছে, কোরীয় উপদ্বীপের পারমাণিবিক সমস্যা নিয়ে পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠক ৯ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।

বার্ডফ্লুদুর্গত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে বিশ্বসংস্থার আহ্বান

৫ নভেম্বর প্যারিসে প্রকাশিত বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে , কিছু উন্নয়নশীল দেশ বাড ফ্লু নিয়ন্ত্রনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নি বলে সেখানে বার্ড ফ্লুর প্রকোপ বার বার দেখা দেয় । যদি এই সব দেশকে কার্যকরভাবে সাহায্য না করা হয় , তাহলে এই সব দেশ বার্ড ফ্লুর প্রকোপের হুমকির সম্মুখীন হবে ।

বিবৃতিতে বলা হয়েছে , শিল্পোন্নত দেশগুলোর হাঁসমুর্গী খামারে বার্ড ফ্লুর প্রকোপ খুব কম দেখা দেয় । কারণ এই সব খামারে এই প্রকোপ প্রতিরোধের ব্যবস্থা পরিপূর্ণ । কিন্তু গৃহপালিত ও গ্রামের হাঁসমুর্গী আর বাইরের অসুস্থ পাখির মধ্যে মেলামেশার সম্ভাবনা বেশী । এই ধরনের অবস্থা উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই দেখা দেয় । কাজেই বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সমাজের প্রতি বার্ড ফ্লু দুর্গত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার আহ্বান জানিয়েছে ।

তাইওয়ান প্রণালীর দুই তীরের পযর্টন বাস্তবায়নে চীনের পযর্টন সমিতির মহা পরিচালকের আহ্বান

চীনের পযর্টন সমিতির মহা পরিচালক, চীনের মূল ভূভাগের পযর্টন পরীক্ষা দলের নেতা শাও ছি উয়ে ৫ নভেম্বর তাইপেতে তাইওয়ান প্রণালীর দু'পারের উদ্দেশ্যে তাইওয়ানে মূল ভূভাগের নাগরিক ভ্রমণশীঘ্রই বাস্তবায়ন করার জন্যে হাতে হাত মিলিয়ে সহযোগিতা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বতর্মানেতাইওয়ানে চীনের মূল ভূভাগের নাগরিকদের ভ্রমনের প্রাথমিক শর্ত সম্পূর্ণ হয়েছে। মূল ভূভাগের পযর্টন মহল আর সংশ্লিষ্ট বিভাগ এর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। তিনি বলেছেন, তাইওয়ানে মুল ভূভাগের নাগরিকদের ভ্রমণ শীঘ্রই বাস্তবায়ন করার জন্যে তাইওয়ান প্রণালীর দু'পারকে হাতে হাত মিলিয়ে প্রচেষ্টা চালাতে হবে।

ইরানের ইউরেনিয়াম ঘনীভূতকরণ প্রকল্পে বিদেশী কোম্পানির সামিল

সম্প্রতি ইরান সরকার ইউরেনিয়াম ঘনীভূতকরণ প্রকল্পে বিদেশী কোম্পানির অংশ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে এবং এই পরিকল্পনা কার্যকরী করার জন্যে ইরানের পরমাণু সংস্থাকে বিশদ পদক্ষেপ নেয়ার নিদের্শ দিয়েছে।

৫ নভেম্বর ইরানের তথ্যমাধ্যমগুলোতে বলা হয়েছে, গত ২ নভেম্বর একটি মন্ত্রীসভায় এই পরিকল্পনা গৃহীত হয়েছে। এর পর ইরানের পরমাণু সংস্থার চেয়ারম্যান আগাসাডেহ মন্ত্রীসভার সিদ্ধান্ত আর নিদের্শ গ্রহণ করেছেন।

উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর জাতি সংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্টআহমাদিনেজাদ এই প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেছেন, ইরানের ইউরেনিয়াম ঘনীভূতকরণ পরিকল্পনা যাতে স্বচ্ছ হয় এবং সামরিক লক্ষ্যে ব্যবহৃত না হয় সেই জন্য এই পরিকল্পনায় বিদেশী কোম্পানিগুলোর অংশ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাকিস্তানে ফেরী জাহাজ ডুবিতে ১৪জন নিহত ২২ জন নিখোঁজ

পাকিস্তানের সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪ নভেম্বর পাকিস্তানের দক্ষিণ সাগরে একটি জাহাজ ডুবিতে ১৪জন নিহত এবং অন্য ২২জন নিখোঁজ হয়েছে।

খবরে প্রকাশ, এ ঘটনা দক্ষিণ পাকিস্তানের বন্দর শহর করাচীতে ঘটেছে। তখন এ ফেরী জাহাজ মোট ৫৩জন যাত্রী ছিলো, এর মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ফেরী জাহাজটি সমুদ্রের উত্তাল তরঙ্গে উল্টে গিয়ে ডুবে যায়।

চীনের চতুর্থ, পঞ্চম কিস্তির ত্রাণ সামগ্রী পাকিস্তানে পাঠানো হয়েছে

৫ নভেম্বর চীনের সরকারের চতুর্থ ও পঞ্চম কিস্তির জরুরী ত্রাণ সামগ্রী আলাদা আলাদাভাবে পেইচিং এবং থিয়ানচিন শহর থেকে পাকিস্তানের ভূমিকম্প দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে পাতলা তাবু, মোটা তাবু ও গালিচা ইত্যাদি অন্তর্ভূক্ত। এগুলোর ওজন মোট এক শো ৩৭ টোন।

চীন বার্ডফ্লু প্রতিরোধের জোরব্যবস্থা নিচ্ছে

চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়তশাসিত অঞ্চল , আন হুই , হু নান ও লিয়াও নিং প্রদেশে বার্ডফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর এই প্রকোপের বিস্তার রোধ করার নানান ব্যবস্থা নেয়া হয়েছে ।

৬ নভেম্বর ভোর বেলায় উত্তর- পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় বার্ডফ্লু দুর্গত হেই সান জেলাকে নিঃসঙ্গ করার কথা ঘোষণা করা হয়েছে । চিলিন প্রদেশের ছাং ছুন শহরে ৫ নভেম্বর থেকে জ্যান্ত হাসঁমুর্গী বাজার বন্ধ করে দেয়ার সঙ্গে সঙ্গে সমস্ত হাঁসমুর্গীর গায়ে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে । দক্ষিণ পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের বিভিন্ন স্তরের বানিজ্য বিভাগ হাঁসমুর্গীর কেনাবেচা নিয়ন্ত্রনের ব্যবস্থা নিয়েছে । বার্ডফ্লুর প্রকোপের বিস্তার রোধ করার জন্য কিছু প্রদেশ মাংসজাতীয় খাবারের প্রক্রিয়াকরণে সঙ্গ নিরোধের ব্যবস্থা জোরদার করেছে ।

অন্য একটি খবরে জানা গেছে , বার্ড ফ্লুর প্রকোপের বিস্তার রোধের জন্য হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার বার্ড ফ্লুকে সংক্রামক রোগের অন্তর্ভুক্ত করেছে এবং চিকিত্সা ব্যবস্থা জোরদার করার জন্য তিন শ' কোটি হংকং ডলার বরাদ্দ করেছে ।

৬ নভেম্বর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হু নান প্রদেশের সিয়ান থান জেলার তিনজন নিউ মোনিয়া রোগীর অবস্থা ব্যাখ্যা করেছেন । তিনি বলেছেন , তাদের বার্ডফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আছে । তিনজন নিউমোনিয়া রোগীর অসুস্থতার কারণ নির্ণয়ের জন্য চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের চীনের আসার আমন্ত্রন জানিয়েছে ।

ম্যান্ডেলসনঃ দোহা রাউন্ড বৈঠক এক সন্ধিক্ষণে প্রবেশ করেছে

ইউরোপীয় ইউনিয়নের বানিজ্য বিষয়ক সদস্য পিটার ম্যান্ডেলসন ৪ নভেম্বর বলেছেন , বিশ্ববানিজ্য সংস্থার দোহা রাউন্ড বানিজ্য বৈঠক ইতিমধ্যে এক সন্ধিক্ষণেপ্রবেশ করেছে । সংশ্লিষ্ট পক্ষগুলোকে আপোস রফা করতে হবে । নইলে আগামী মাসে হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ববানিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন ব্যর্থ ও ঝুঁকির সম্মুখীন হবে ।

তিনি বলেছেন , বিভিন্ন পক্ষকে এখনি ঝগড়া বন্ধ করতে হবে এবং গোটাবৈঠক নিয়ে কাজ চালাতে হবে । তিনি জোর দিয়ে বলেছেন , সবচেয়ে অনুন্নত দেশগুলো ছাড়া দোহা বানিজ্য রাউন্ড বৈঠকে যাবতীয় অংশগ্রহণকারী দেশকে আপোস-রফা করতে হবে ।

কৃষির ভর্তুকী সমস্যার কারণে বর্তমানের দোহা রাউন্ড বৈঠক অচলাবস্থায় পড়েছে । এর আগে ম্যান্ডেলসন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কৃষির আমদানি-কর ও ভর্তুকি বিষয় সম্পর্কে নতুন পরিকল্পনা পেশ করেছিলেন । কিন্তু পরিকল্পনাটি যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশের সমালোচনার সম্মুখীন হয়েছে । তারা মনে করে যে , ইউরোপীয় ইউনিয়নের নতুন মতাধিষ্ঠান তাদের বানিজ্যিক অংশীদারীত্বের সম্পর্কের চাহিদা পূরণ করেনি ।

জাপানের ক্ষমতাসীন জোট সরকারের শরীক দল শীর্ষ সম্মেলনের মাধ্যমেজাপান আর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক পুনরুদ্ধার করার দাবী জানিয়েছে

৫ নভেম্বর টোকিওতে জাপানের ক্ষমতাসীনজোট সরকারের শরিক দলের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোমেই পার্টির প্রতিনিধি কানচাকি থাকেনোরি জুনিচিরো কোইজুমি সরকারের উদ্দেশ্যে শীর্ষ সম্মেলনের মাধ্যমে জাপান আর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার পুনরুদ্ধার করার দাবী জানিয়েছেন ।

তিনি ভাষণে উল্লেখ করেছেন যে , প্রধানমন্ত্রী কোইজুমি ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পনের কারণে জাপান-চীন , জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক উত্তেজনাসংকুল হয়েছে । এটা একটা দুঃখজনক ব্যাপার । জাপান ও দক্ষিণ কোরিয়া মিলিতভাবে যে ঐতিহাসিক গবেষণা চালিয়েছে তা জাপান ও চীন দুদেশে সম্প্রসারিত করার প্রস্তাব করেছেন তিনি ।

তাছাড়া জাতীয় স্মৃতি-ব্যবস্থা প্রতিষ্ঠার তদন্ত কাজে যে বাজেট প্রয়োজন হবে তা সম্পর্কে কানচাকি থাকেনোরি বলেছেন , কোমেই পার্টি অব্যাহতভাবে সরকারকে চাপ দেবে ।

আনান বার্ডফ্লু প্রতিরোধের জন্য বিশ্ব সমাজের সহযোগিতা জোরদার করতে হবে

জাতিসংঘের মহাসচিব কফি আনান ৩ নভেম্বর বিশ্ব সমাজের উদ্দেশ্যে বার্ডফ্লুর প্রকোপের ওপর ব্যাপক গুরুত্ব দেয়া , অর্থ বরাদ্দ বাড়ানো , সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে প্রকোপের বিস্তৃতি রোধ করার আহবান জানিয়েছেন ।

নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক একটি শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেছেন । তিনি বিভিন্ন দেশের উদ্দেশ্যে তত্ত্বাবধান জোরদার করা , মানুষ ও প্রাণীর মধ্যে অতি ঘনিষ্ঠ সংস্রবের অবস্থা পরিবর্তন করা আর কার্যকর প্রতিরোধের ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন । যাতে গণ-স্বাস্থ্যহানি ঘটনা ঘটলে সমাজের স্বাভাবিক মৌলিক পরিসেবা আর শৃংখলা নিশ্চিত করা যায় ।

তিনি বিভিন্ন দেশের উদ্দেশ্যে সকল বার্ডফ্লু রোগীর কাছে কার্যকর ওষুধপত্র সরবরাহ করা এবং টিকার গবেষণা আর তেরীর ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালানোর আহবানও জানিয়েছেন ।

চীন ও ই ইউ'র মধ্যে আর্থ-বাণিজ্যিক কমিটির বিশতম সম্মেলন অনুষ্ঠিত

চীন ও ই ইউ ৪ নভেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আর্থ-বাণিজ্যিক কমিটির বিশতম সম্মেলন আয়োজন করেছে। দু'পক্ষ দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং চুক্তি স্বাক্ষর করেছে।

চীনের বাণিজ্যমন্ত্রী পো সিলাই সংবাদদাতাদের কাছে বলেছেন, এবারকার সম্মেলনে দু'পক্ষ চীনের বাজার অর্থনৈতিক অবস্থান প্রসঙ্গে ই ইউ'র স্বীকৃতি সমস্যা নিয়ে আলোচনা করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, চীন আরো উচ্চ পর্যায়ে , আরো ব্যাপক ক্ষেত্রে ই ইউ'র সঙ্গে সহযোগিতা চালাতে ইচ্ছুক।

ই ইউ'র বাণিজ্য কাউন্সিলার পিটার ম্যান্ডেলসন বলেছেন, ই ইউ আলোচনা ও চুক্তি স্বাক্ষর করে চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান করতে ইচ্ছুক। তিনি জোর দিয়ে বলেছেন, ই ইউ অব্যাহত ও ন্যায্যভাবে চীনের পণ্যদ্রব্যের জন্যে তার বাজার উন্মূক্ত করবে।