ইরানের পারমাণবিক সমস্যার পরিস্থিতিতে ৬ নভেম্বর ধারাবাহিক সক্রিয় লক্ষণ দেখা দিয়েছে। একইদিন ইরানের সরকার পারছিন সামরিক অঞ্চলের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার কর্মকর্তাদের পরিদর্শণ পুনরুদ্ধার করতে রাজী হয়েছে । তা ছাড়া, ইরান আনুষ্ঠানিকভাবে ই ইউ'র সঙ্গে সংলাপ পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে অংশ নেয়ার জন্যে বিদেশী কোম্পানিকে আমন্ত্রণ করা সম্পর্কিত ইরানের প্রেসিডেন্টের প্রস্তাব হচ্ছে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব, পারমাণবিক আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি একইদিন বৃটেন, ফ্রান্স এবং জার্মানীর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি চিঠিতে বলেছেন, ইরান এবং ই ইউ'র উচিত উপযুক্ত দৃষ্টিভংগী পোষণ করে যত তাড়াতাড়িসম্ভব দ্বিপাক্ষিক পারমাণবিক সমস্যা প্রসঙ্গে আলোচনা পুনরুদ্ধার করা। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান সরকার দৃঢ়ভাবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মের আওতায় শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তিসম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে।
|