এ বছরের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান কমিটির নিয়ন্ত্রনাধীন ১৬৯টি শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছে । তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান লি রোং রোং ৭ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত একটি অধিবেশনে এই কথা বলেছেন ।
লি রোং রোং আরো বলেছেন , এ বছর চীনের এই সব শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেড়ে ৬.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ।
একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এই ১৬৯টি শিল্পপ্রতিষ্ঠানের জমা করা করের পরিমান চীনের যাবতীয় রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের জমা করের ৬০ শতাংশ পৌচেছে । রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংস্কার আরো গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজারের নীচে নেমেছে । রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান কমিটির উদ্দেশ্য হলো ৮০ থেকে ১০০টি অপেক্ষাকৃত আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী শক্তিসম্পন্ন বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ।
|