২০০৫ সাল "এক গ্রাম এক মার্কা" আন্তর্জাতিক সেমিনার ৬ নভেম্বর পশ্চিম চীনের সেনসি প্রদেশের সি'আন শহরে সমাপ্ত হয়েছে, সেমিনারে "সি'আন ঘোষণা" গৃহীত হয়েছে।
"এক গ্রাম এক মার্কা" প্রত্যেক গ্রাম একটি মার্কা সৃষ্টি করে, এটা ১৯৭৯ সালে জাপানে গ্রামের অর্থনীতি কার্যকরী করা উন্নয়নের একটি তত্পরতা।
"সি'আন ঘোষণায়" বিভিন্ন দেশ এবং অঞ্চলের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করা, কৃষক ও বিভিন্ন অর্থনৈতিক সংস্থাকে "এক গ্রাম এক মার্কা" কার্যকরী করার জন্যে সমর্থন করা, "এক গ্রাম এক মার্কা"র স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা, মানবজাতির দারিদ্র মোচন এবং অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার ১৯টি দেশ ও অঞ্চলের এক শো বিশ জন্যে বেশী কর্মকর্তা, বিশেষজ্ঞ, পন্ডিত ও অর্থনৈতিক সংস্থার প্রতিনিধি এবারকার দুই দিনব্যাপী সেমিনারে অংশ নিয়েছেন।
|