দ্বিতীয় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক সেমিনার ১৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। চীন এবং যুক্তরাষ্ট্রের অনেক জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকর্তা এবারকার সেমিনারে অংশ নেবেন। খবরে প্রকাশ, এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ব্যাপক আর উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত আলোচনা সম্মেলন।
৭ নভেম্বর এই সেমিনারের অন্যতম উদ্যোক্তা চীনের বৈদেশিক মৈত্রী পূর্ণ সমিতি সূত্রে জানা গেছে, সেমিনারটি প্রধান আলোচ্য বিষয় "চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক: কূটনীতি, বাণিজ্য, বিজ্ঞান ও গবেষণা"। চীনের সাবেক উপ প্রধানমন্ত্রী ছিয়ান ছিছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোর্জ বুশ, যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ার গর্ভনর আর্নোলড শওয়ার্জেনেগার ও চীনের সরকারের সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ববান কর্মকর্তা সহ অংশগ্রহণকারী ব্যক্তিরা বিশ্ব আওতায় চীন-মার্কিন সম্পর্ক, এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের নিরাপত্তা, শক্তি সম্পদ এবং টেকসই উন্নয়ন, সংক্রামক রোগের প্রতিরোধ প্রভৃতি প্রশ্ন নিয়ে আদান-প্রদান এবং আলোচনা করবেন।
|