চীনের উপ-প্রধানমন্ত্রী জেং ফেই ইয়ান ৭ নভেম্বর ২০০৫ সালের আন্তর্জাতিক পুনঃব্যবহার্য শক্তিসম্পদ সম্মেলনে অংশ নেয়ার সময়ে বলেছেন, চীন অন্যান্য দেশের সঙ্গে পুনঃব্যবহার্য শক্তিসম্পদের ক্ষেত্রে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
তিনি বলেছেন, চীনের পুনঃব্যবহার্য শক্তিসম্পদখুব বেশী, বাজারের সুপ্ত শক্তি বিপুল। পানি শক্তি, সৌর শক্তি ও মিথেন গ্যাস শক্তি ইত্যাদি পুনঃব্যবহার্য শক্তিসম্পদের উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে চীনের কিছু সুবিধা রয়েছে। চীন সরকার পারস্পরিক উপকারিতা ও 'উভয় বিজয়'-এর নীতিতে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানকে চীনে বায়ু শক্তি, জিও-থার্মাল শক্তি সম্পদ ইত্যাদি পুনঃব্যবহার্য শক্তিসম্পদ ক্ষেত্রে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেয় এবং বিদেশি শিল্পপ্রতিষ্ঠানকে পুনঃব্যবহার্য শক্তিসম্পদ উন্নয়নের প্রযুক্তি ও সাজ-সরজ্ঞাম ক্ষেত্রে চীনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পুঁজি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা চালাতে উত্সাহ দেয়।
|