৫ নভেম্বর প্যারিসে প্রকাশিত বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে , কিছু উন্নয়নশীল দেশ বাড ফ্লু নিয়ন্ত্রনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নি বলে সেখানে বার্ড ফ্লুর প্রকোপ বার বার দেখা দেয় । যদি এই সব দেশকে কার্যকরভাবে সাহায্য না করা হয় , তাহলে এই সব দেশ বার্ড ফ্লুর প্রকোপের হুমকির সম্মুখীন হবে ।
বিবৃতিতে বলা হয়েছে , শিল্পোন্নত দেশগুলোর হাঁসমুর্গী খামারে বার্ড ফ্লুর প্রকোপ খুব কম দেখা দেয় । কারণ এই সব খামারে এই প্রকোপ প্রতিরোধের ব্যবস্থা পরিপূর্ণ । কিন্তু গৃহপালিত ও গ্রামের হাঁসমুর্গী আর বাইরের অসুস্থ পাখির মধ্যে মেলামেশার সম্ভাবনা বেশী । এই ধরনের অবস্থা উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই দেখা দেয় । কাজেই বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক সমাজের প্রতি বার্ড ফ্লু দুর্গত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার আহ্বান জানিয়েছে ।
|