চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়তশাসিত অঞ্চল , আন হুই , হু নান ও লিয়াও নিং প্রদেশে বার্ডফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর এই প্রকোপের বিস্তার রোধ করার নানান ব্যবস্থা নেয়া হয়েছে ।
৬ নভেম্বর ভোর বেলায় উত্তর- পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় বার্ডফ্লু দুর্গত হেই সান জেলাকে নিঃসঙ্গ করার কথা ঘোষণা করা হয়েছে । চিলিন প্রদেশের ছাং ছুন শহরে ৫ নভেম্বর থেকে জ্যান্ত হাসঁমুর্গী বাজার বন্ধ করে দেয়ার সঙ্গে সঙ্গে সমস্ত হাঁসমুর্গীর গায়ে টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে । দক্ষিণ পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের বিভিন্ন স্তরের বানিজ্য বিভাগ হাঁসমুর্গীর কেনাবেচা নিয়ন্ত্রনের ব্যবস্থা নিয়েছে । বার্ডফ্লুর প্রকোপের বিস্তার রোধ করার জন্য কিছু প্রদেশ মাংসজাতীয় খাবারের প্রক্রিয়াকরণে সঙ্গ নিরোধের ব্যবস্থা জোরদার করেছে ।
অন্য একটি খবরে জানা গেছে , বার্ড ফ্লুর প্রকোপের বিস্তার রোধের জন্য হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার বার্ড ফ্লুকে সংক্রামক রোগের অন্তর্ভুক্ত করেছে এবং চিকিত্সা ব্যবস্থা জোরদার করার জন্য তিন শ' কোটি হংকং ডলার বরাদ্দ করেছে ।
৬ নভেম্বর চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হু নান প্রদেশের সিয়ান থান জেলার তিনজন নিউ মোনিয়া রোগীর অবস্থা ব্যাখ্যা করেছেন । তিনি বলেছেন , তাদের বার্ডফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আছে । তিনজন নিউমোনিয়া রোগীর অসুস্থতার কারণ নির্ণয়ের জন্য চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের চীনের আসার আমন্ত্রন জানিয়েছে ।
|