গ্রীক কর্তৃপক্ষ ৫ নভেম্বর বলেছে, গ্রীসের প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস তুরস্কে তার আনুষ্ঠানিক সফর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা অনুসারে কারামানলিসের ২৬ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তুরস্কে আনুষ্ঠানিক সফর করা কথা ছিল। নতুন সফরের তারিখ এখনো নির্ধারিত হয় নি।
গ্রীসের তথ্যমাধ্যম মনে করে, কারামানলিসের তুরস্ক সফর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত সম্ভবত: সম্প্রতি তুরস্কের কিছু কিছু কর্মকর্তাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে দেয়া প্রতিকূল বক্তব্যের সঙ্গে জড়িত।
জানা গেছে, গত ৪৬ বছরে গ্রীসের কোনো প্রধানমন্ত্রী তুরস্কের আনুষ্ঠানিক সফর করেন নি। গত মে মাসে তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ টাইয়েপ এরদোগান গ্রীসে আনুষ্ঠানিক সফর করেন। তা হচ্ছে গত ১৫ বছরে কোনো তুর্কী প্রধানমন্ত্রীর প্রথম গ্রীস সফর।
|