ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে ক্রমবর্ধমান সহিংসতা ৫ নভেম্বর অব্যাহত ছিল। এর সঙ্গে সঙ্গে তা এতে অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা দিচ্ছে। কিন্তু এ পর্যন্ত কেউ নিহত হয় নি।
ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিকে দ্য ভিলেপান ৫ নভেম্বর প্যারিসের উপকন্ঠের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে মন্ত্রী সম্মেলন আয়োজন করেছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজি বলেছেন, সরকার উপযুক্ত সমাধানের উপায় অন্বেষণ করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার মনে করে যে, বর্তমান জোরালো মতাধিষ্ঠানে অবিচল থাকতে হবে।
ফরাসী পুলিশ পক্ষের পরিসংখ্যান অনুযায়ী ৪ নভেম্বর রাতে ফ্রান্সে প্রায় নয় শোর বেশী গাড়ী এবং চীনা ব্যবসায়ীদের পাঁচটি গুদামও বিধ্বস্ত হয়েছে। ফরাসী পুলিশ পক্ষ প্রথমবারের মতো ফ্রান্সের উপকন্ঠের আকাশে হেলিকপটার ব্যবহার করে সহিংস পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
পুলিশ পক্ষ মনে করে, কিছু কিছু সংঘবদ্ধ অপরাধী দল একটানা আইন লংঘনমূলক তত্পরতা চালিয়েছে। পুলিশ অভিযান চালানোর সময় উপরোক্ত দলের সদস্যরা অন্য প্রদেশে পালিয়ে যায়। প্যারিসের উপকন্ঠের পরিস্থিতি ধাপে ধাপে পুনরায় স্থিতিশীল হতে শুরু হচ্ছে।
|