আমেরিকান দেশগুলোর চতুর্থ শীর্ষ সম্মেলন ৪ নভেম্বর আর্জেন্টিনান দক্ষিণ বন্দর শহর মার্দেলপ্লাতায় শুরু হয়েছে ।
সম্মেলনটিতে ৩৪টি দেশের শীর্ষনেতারা অংশ নিয়েছেন । সম্মেলনটির শিরোনাম হল "কর্মসংস্থানসৃষ্টি, , দারিদ্র্য বিমোচন , গণতান্ত্রিকপন্থায়ক্ষমতাসীন হওয়ার দক্ষতা বাড়ানো" । এছাড়া দু বছর ধরে অচলাবস্থায় পড়া আমেরিকা র অবাধ বানিজ্য এলাকা প্রতিষ্ঠা সম্পর্কে বৈঠক আবার শুরু করা এবারের শীর্ষ সম্মেলনের আরেকটি প্রধান আলোচ্যবিষয় । জানা গেছে , সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর নেতারা আমেরিকার অবাধ বানিজ্য এলাকা বৈঠক আবার শুরু করা সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন ।
শীর্ষসম্মেলন শুরু হওয়ার প্রথম দিন মার্ডেলপ্লাতা শহরে অবাধ বানিজ্য এলাকা আর সম্মেলনটিতেপ্রেসিডেন্ট বুশের অংশ নেয়ার বিরোধিতা করে বিক্ষোভপ্রদর্শন করা হয়েছে । বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হওয়ায় বহু লোক আহত হয়েছে এবং ৬০জন গ্রেপ্তার হয়েছে ।
|