বর্তমানে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে ইতিবাচক ব্যবস্থা নিয়ে প্রদেশের প্রধান প্রধান অঞ্চলে হাঁস-মুরর্গিকে টিকা দেয়া আর সীমান্ত এলাকায় প্রতিরোধের কাজ জোরদার করা হচ্ছে , যাতে বার্ডফ্লু প্রকোপের বিস্তৃতি রোধ করা যায় ।
জানা গেছে , অতিথি পাখির ভ্রমণের দরুণ বার্ডফ্লুর বিস্তৃতি রোধ করার জন্য সম্প্রতি ইয়ুননান প্রাদেশিক বন শিল্প বিভাগ প্রদেশের বিভিন্ন বন্য প্রাণীর রোগ তত্ত্বাবধান আর জরীপ কেন্দ্রের উদ্দেশ্যে প্রতি দিন রোগের তত্ত্বাবধান ও জরীপের অবস্থা রিপোর্ট করা এবং অতিথি পাখির সম্ভাব্য ভ্রমণের অঞ্চলগুলোর উপর তত্ত্বাবধান আর জরীপ জোরদার করার নির্দেশ দিয়েছে ।
|