চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যায়ন কাজকর্ম কার্যালয়ের ভাইস চেয়ারম্যান মাদাম ছুই উই চি ৪ নভেম্বর উত্তর চীনের থিয়েন চিন মহানগরীতে বলেছেন , সম্প্রতি রাষ্ট্রীয় তথ্যায়ন নেতৃস্থানীয় গ্রুপ আগামী ১৫ বছরে চীনের তথ্যায়ন উন্নয়নের লক্ষ্য ধার্য করেছে ।
থিয়েন চিন মহানগরীতে ২০০৫ সালে রাষ্ট্রীয় তথ্যায়ন উন্নয়ন ফোরামে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , আগামী ১৫ বছরে চীনে তথ্যায়ন উন্নয়নের লক্ষ্য অনুযায়ী , সার্বিক তথ্যের বুনিয়াদি ব্যবস্থা মোটামুটি জনপ্রিয় করা হবে ; তথ্য প্রযুক্তির উদ্ভাবনের শক্তি লক্ষণীয়ভাবে বেড়ে যাবে ; জাতীয় অর্থনীতি আর সমাজের তথ্যায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হবে এবং তথ্যের নিরাপত্তা আর নিশ্চয়তার ব্যবস্থা মোটামুটি পূর্ণাংগ করে তোলা হবে ।
তিনি আরো বলেছেন , ভবিষ্যতে প্রধানতঃ জাতীয় অর্থনীতির তথ্যায়ন ত্বরান্বিত করা হবে , সার্বিক তথ্য ও ইন্টারনেটের বুনিয়াদি ব্যবস্থা পূর্ণাংগ করে তোলা হবে , তথ্য শিল্পের প্রতিযোগিতার শক্তি বাড়ানো হবে এবং তথ্যের নিরাপত্তা আর নিশ্চয়তা ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করা হবে ।
|